প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাশেম।
সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন জাহান সেফালী, ইসলামী ফ্রন্টের হেলাল আহমদ ও স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৫০ জনের সমর্থনের তালিকায় গরমিল থাকায় বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৭ অক্টোবর শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।