শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

স্বতন্ত্র প্রার্থী বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল
মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাশেম।

সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসরিন জাহান সেফালী, ইসলামী ফ্রন্টের হেলাল আহমদ ও স্বতন্ত্র প্রার্থী চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৫০ জনের সমর্থনের তালিকায় গরমিল থাকায় বাবুল মিজির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৭ অক্টোবর শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়