প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জাতীয় পার্টি চাঁদপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৫ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, জেলা জাতীয় পার্টির ১৫টি ইউনিটের মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে চাঁদপুর সদর উপজেলা ইউনিট, যা পুরো জেলার রাজনীতিতে প্রভাব রাখে।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিসহ সকল ইউনিটকে ঢেলে সাজানোর নির্দেশনা দেয়। তার অংশ হিসেবে দীর্ঘ ৭ বছর পর আগামীকাল ১৫ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন। সকাল ১০টায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ পালকি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।
সম্মেলন উদ্বোধন করবেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওঃ জাকির হোসেন হিরু।
জানা যায়, সম্মেলন দুটি পর্বে অনুষ্ঠিত হবে। ১ম পর্ব শেষে দ্বিতীয় পর্বে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির ১৪টি ইউনিট অর্থাৎ ১৪টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতামতের ভিত্তিতে উপজেলা জাতীয় পার্টির আগামীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।