প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন। তিনি গত ১২ সেপ্টেম্বর পুরাণবাজার পুলিশ ফাঁড়িসহ তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। তাঁকে পুরানবাজার ফাঁড়ির নবাগত ইনচার্জ মোঃ কেএম সোহেল রানা স্বাগত জানান।
অতিরিক্ত পুলিশ সুপার কিছু সময় ফাঁড়িতে অবস্থান করেন এবং ফাঁড়ির পুলিশ সদস্যদের কার্যক্রম পরিচালনার জন্য বিকল্প বাড়ির সন্ধানে নিতাইগঞ্জ রোডস্থ পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির নতুন ডুপ্লেক্স বাড়ির পেছনে নির্মাণাধীন নতুন বাড়িটি ঘুরেফিরে দেখেন।
উল্লেখ্য, পুরাণবাজার ফাঁড়ির বর্তমান ভবনটি অতি পুরানো হওয়ায় ফাঁড়ির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তা অযোগ্য হয়ে পড়েছে। তাই তা ভেঙ্গে নতুন বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় নতুন বাড়ির সন্ধানের চেষ্টা করা হচ্ছে। উপযুক্ত বাড়ির সন্ধান পেলে বর্তমান বাড়িটি ভেঙ্গে ফাঁড়ির জন্য নতুন ভবন নির্মাণ করা হবে।