প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব পৌর পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে এই শুভেচ্ছা জানান মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলামসহ অন্যান্যরা।