প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বিকেএসপিতে ভর্তি হতে প্রমিলা ক্রিকেটার প্রীতি দাশকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকার দিলীপ দাসের দ্বিতীয় মেয়ে প্রীতি দাশ ১৩ সেপ্টেম্বর বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পান। আর্থিক দুর্দশার কারণে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে যায়।
প্রীতির বড় বোন শ্রাবন্তী দাশের এবং তার বাবা-মায়ের কারণেই অবশেষে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য তিনি চাঁদপুর ছেড়েছেন। প্রীতি দাশকে বিকেএসপিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ সহযোগিতা করেছেন।
রোববার সকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সভাপতি ও জেলা প্রশাসক প্রীতিকে ১০,০০০ টাকার অনুদান প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রীতির ভর্তির ব্যাপারে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। তিনি এই প্রতিবেদককে বলেন, প্রীতি পুরাণবাজারের মেয়ে। বাবা দিনমজুর। তার খেলাধুলার ক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি তাকে সহযোগিতা করবেন।