শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

স্বাস্থ্য সচেতনতায় নারায়ণপুর ডিগ্রি কলেজে মাস্ক বিতরণ
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

দীর্ঘ বন্ধের পর সারাদশে একযোগে ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা মেনে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ একই সাথে শ্রেণি কার্যক্রম চালু করেছে। করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় কলেজ গভর্নিংবডি শিক্ষক কর্মচারিদের সাথে নিয়ে তদারকি করছেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সাথে সাথে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, মাস্ক নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি কঠোরভাবে তদারকি করা হয়।

শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায় কলেজ গভর্নিংবডি ও শিক্ষকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়াণপুর ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একান্ত সচিব মোঃ সাইফুল ইসলামের (উপ-সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রেণি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তিনি গভর্নিংবডির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নিকট ৫শ’ মাস্ক হস্তান্তর করেন।

এছাড়া কলেজ গভর্নিংবডির সভাপতি মোঃ সাইফুল ইসলাম উপ-সচিবের সার্বিক প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট কলেজের একটি নতুন ভবনের বরাদ্দ পাওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে গভর্নিংবডির সভাপতিসহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুলের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহিদ খালেদ শামসু প্রধান, মোঃ জাহাঙ্গীর আলম খন্দকার, হিতৈষী সদস্য মো রাসেল প্রধান, অভিভাবক সদস্য মোঃ আবু সায়েম মাস্টার, মোঃ মানিক সরকার, মোঃ ইসমাইল প্রধান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নাসরিন জাহান, মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়