প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের পুরাণবাজার হরিসভায় শ্রী শ্রী কালী মন্দির কমিটির উদ্যোগে গ্রহরাজ শনিদেবের পূজা এবারই ১ম আয়োজন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার রাতে হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে এ পূজা করা হয়।
পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, হরিসভা মন্দির কমপ্লেক্স কমিটির সাধারণ সম্পাদক উমেশ সাহা, ঠাকুর অনূকুল চন্দ্র সৎ সংঘ মন্দির নতুন বাজার কমিটির সহ-সভাপতি অজিত কুরি প্রমুখ।
গ্রহরাজ শনিদেবের পূজা আয়োজনকারী শ্রী শ্রী কালী মন্দির কমিটির পক্ষে উপস্থিত ছিলেন টুটন বণিক, খোকন সাহা, সুমন সাহা, মন্তোস সাহা, ত্রিনাথ সাহা, কার্তিক সরকার, সঞ্জয় পোদ্দার, মিন্টু ঘোষ, মিঠু সাহা, মদন ঘোষ, দীপক সাহা, সুকুমার সাহা, সঞ্জিত সাহা প্রমুখ। পূজায় প্রায় ৫শ’ সনাতনী ভক্ত উপস্থিত ছিলেন এবং পরে সকল ভক্তের মাঝে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে।