প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী কলেজের আয়োজনে প্রতিষ্ঠানে রি-ওপেনিং সভা, ২০২০-২১ বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ক্লাস রুটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে আজ উৎসবমুখর পরিবেশে সরকারের নির্দেশমতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস শুরু করছে। সরকারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সরকার করোনা জয় করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ইতিমধ্যে তোমরা মিডিয়ার কল্যাণে জেনেছ, স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে প্রতিষ্ঠানে আসতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্লাস করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলায় মাস্ক ও সামাজিক দূরত্বকে সর্ব্বো” গুরুত্ব দিয়ে ক্লাস পরিচালনার জন্য বলছে। তোমরা সকলে মাস্ক ও সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করবে। যদি করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পায়, তাহলে পুনরায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। কেউ যদি অসুস্থ থাকে তাহলে কলেজে আসার দরকার নেই।
তিনি আরো বলেন, শিক্ষকরা অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। এ প্রতিষ্ঠানটি মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নিকট আমরা কৃতজ্ঞ। তিনি এ এলাকার শাহতলী জিলানী চিশতী কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী চাঁদপুরে করোনা টেস্টিং ল্যাব ও অক্সিজেন প্লান্ট তৈরি করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ সভাপতি হিসেবে তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের পর এদিন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচিতে অংশ নেন।