প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে। বৃদ্ধ আব্দুল আজিজের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে ৩টি ছেলেই প্রতিবন্ধী। প্রায় এক মাস পূর্বে তার তারিক হোসেন নামে প্রতিবন্ধী ছেলে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘরে রয়েছে শারীরিক প্রতিবন্ধী আরো দুই ছেলে শরীফ ও হেলাল উদ্দিন। প্রতিবন্ধী ছেলেসহ অন্যদের নিয়ে কোনো রকমে নিরিবিলি দিনাতিপাত করতে চাইলেও সেটি পারছেন না তার প্রয়াত বড়ভাইয়ের তিন ছেলের কারণে। জমি সংক্রান্ত বিরোধের কারণে আব্দুল আজিজের পরিবারকে প্রায়ই ভাতিজা আব্দুল হাই গংয়ের কাছে হেনস্তা হতে হয়। কয়েক মাস পূর্বে তার প্রয়াত প্রতিবন্ধী ছেলে তারিক হোসেন বেধড়ক মারধরের শিকার হয় প্রতিপক্ষের কাছে। স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্যে সবকিছু করলেও আব্দুল আজিজকে তার প্রাপ্য জমি বুঝিয়ে দিচ্ছে না তার বড় ভাই নূরুল ইসলাম বেপারীর ছেলেরা। ফলে বাধ্য হয়ে তিনি প্রতিবন্ধী ছেলে শরীফকে সাথে নিয়ে ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানায় আসেন লিখিত অভিযোগ করতে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে বেপারী বাড়িতে আব্দুল আজিজরা চার ভাই বসবাস করেন। বিগত বেশ ক’বছর ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ফলে চলতি বছরের ৩ মার্চ স্থানীয় সালিসগণ চার পরিবারের মধ্যে চৌহুদ্দি করে প্রত্যেকের সীমানা নির্ধারণ করে দেন। এরমধ্যে আব্দুল আজিজকে তার খরিদকৃত .৪৯ শতাংশ জমি দেখভাল করার জন্যে বুঝিয়ে দিতে সালিসরা বড় ভাই নূরুল ইসলাম বেপারীর তিন ছেলে আব্দুল হাই গংকে নির্দেশ দেন। কিন্তু গত ৬ মাসেও তারা ওই সম্পত্তি বুঝিয়ে না দিয়ে উল্টো তাদের হুমকি-ধমকি দিতে থাকেন। প্রতিবন্ধী পরিবারের সদস্যরা তাদের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। বিষয়টি নিয়ে তারা সালিসগণের কাছে ধর্ণা দিলেও সালিসগণের কথা শুনছেন না নূরুল ইসলাম বেপারীর তিন ছেলে। এ নিয়ে কিছুদিন পরপরই উভয় পরিবারের মধ্যে বিবাদ লেগে থাকে।
আব্দুল আজিজ জানান, আমি বর্তমানে জীবিত দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে বহু কষ্টে রয়েছি। ঝামেলা এড়িয়ে নিরিবিলি থাকতে চাইলেও আমার বড় ভাই নূরুল ইসলাম বেপারীর তিন ছেলে আমাদের থাকতে দিচ্ছে না। প্রায়শই আমাদের মারতে ধরতে তেড়ে আসে, হুমকি-ধমকি দেয়। সালিসগণ সর্বসম্মতিক্রমে আমাকে চলাফেরার জন্যে .৪৯ শতক জমি দিলেও নূরুল ইসলাম বেপারীর তিন ছেলে আমাকে তা বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের সম্পত্তি দখল করে আছে। ফলে বাধ্য হয়ে থানার আশ্রয় নিয়েছি।
সালিসগণের মধ্যে হাজী সফিক ও জসিম উদ্দিন জানান, আমরা সকলের সম্মতিক্রমে জমি সংক্রান্ত বিরোধ মিটিয়ে দিলেও নূরুল ইসলাম বেপারীর তিন ছেলে তা মানছেন না।
বিষয়টি নিয়ে নূরুল ইসলাম বেপারীর ছেলে নুরে আলম জানান, সালিসগণ ভাগ করে দিলেও তারা তাদের অংশ বুঝে পান নি। তাই তারা ওই জমি তার চাচা আব্দুল আজিজকে বুঝিয়ে দেন নি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এস আই আনোয়ার হোসেন জানান, আব্দুল আজিজের অভিযোগ পেয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।