প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
১৭ মাস পর ‘উপস্থিত স্যার’
১৭ মাস পর ‘উপস্থিত স্যার’ শব্দটি শুনলেন শিক্ষকরা। রোববার ক্লাসে রোলকল করার পর শিক্ষার্থীদের মধ্যে কেউ বলছে ‘উপস্থিত স্যার’, কেউ বলছে ‘জ্বি স্যার’। রোলকলে অনেকটাই মুখরিত শ্রেণিকক্ষ। এতে শিক্ষকদের মনে পুরানো আমেজ ফিরে এসেছে। শিক্ষার্থীরাও আপ্লুত। বলছিলেন হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।
পরীক্ষার্থী মিতু জানান, আজকের মতো এতো আনন্দ আগে কখনো পাইনি। স্কুল খুলেছে, স্বাভাবিক ক্লাস হচ্ছে, রোলকল করেছে স্যারেরা, বান্ধবীদের সাথে দেখা হয়েছে- এ আনন্দ বোঝাতে পারবো না।
সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ের গেটে টেবিলে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ নানা উপকরণ রাখা হয়। বিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়। বিদ্যালয় সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করে কুশলাদি বিনিময় করেন।
এ বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হয় এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস। বেলা ১১টায় ১০ম শ্রেণি ও বেলা ১টায় সপ্তম শ্রেণির ক্লাস চলে।