শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের একই সুর
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের একই সুর নিয়ে গুঞ্জন শোনা গেছে। গতকাল রোববার ওই সভায় প্রশাসনিক অনেক কর্মকর্তাকে বলতে দেখা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকের একই রকম বক্তব্য এ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নের জন্যে ভালো লক্ষণ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ বলেন, মাদক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বারবার হুঁশিয়ারি করে বলেছেন, কোনো অবস্থাতেই মাদকের ব্যাপারে ছাড় দেওয়া হবে না। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। মাদক নিয়ে যারা দলের পরিচয় দেয় তাদেরকে দুইটা বাড়ি বেশি দিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।

অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুরে মাদক বেড়ে গেছে। দলের নাম ভাঙ্গিয়ে মাদকে জড়িয়ে বদনাম করা হচ্ছে। কোনো অবস্থায় ছাড় দেয়া যাবে না এদেরকে। দল কোনো খারাপ কাজে নেতৃত্ব দেয় না। কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে নারী ও মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তাকে আমরা দল থেকে বহিষ্কার করবো। তিনি আরো বলেন, মাদকে ছোট ছোট চালান ধরা হয়। বড়দেরকে ধরা হয় না কেন? অচিরেই যারা গড ফাদার বা মূল হোতা হিসেবে মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানান।

সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা একেএম দিদারুল আলম মাদক বিষয়ে কথা বলতে গিয়ে উল্লেখ করেন, বাগাদীতে এক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। আটককারী ব্যক্তি আওয়ামী লীগের দলীয় পরিচয় দেন এবং তিনি অপরাধী হয়েও ভাড়াটিয়া লোক নিয়ে মানববন্ধন করেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে দলের পক্ষ থেকে প্রশাসনকে কোনো বিষয়ে প্রভাবিত না করে বরং সহযোগিতা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়