প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। একাত্তর আমাদের স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে। তখন পুরো জনগোষ্ঠীই মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্ম ছিলেন। তবে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধ সংঘটিত করেছেন, প্রশাসনিক ও কূটনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছেন তারা সূচনাতেই মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের কাছে সম্মানিত এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান শেষ হবার নয়।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যে সরকার অনেক উদ্যেগ নিয়েছে। যার ফলে মুক্তিযোদ্ধাদের ভাতা, সন্তান ও নাতীদের চাকরিতে অগ্রাধিকার দিচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ছাত্তার প্রমুখ।