প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদরের মৈশাদী তালতলা বাজারে ঐতিহ্যবাহী বায়তুল আমান জামে মসজিদ কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মসজিদ কমিটির সভাপতি মহিউদ্দিন খান তপনের সভাপতিত্বে আয়োজিত সভায় উক্ত সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিককে আহ্বায়ক ও মোঃ লিটন সরকার, মোঃ বোরহান বেপারী, মোঃ বজলুল গনি জিলন, মোঃ হারুন মিজি ও মোঃ রাশেদ জাহান খান তুষারকে সদস্য করে মসজিদ পরিচালনা কমিটি করা হয়। উক্ত কমিটি নতুন পূর্ণাঙ্গ কমিট গঠন করবে।