শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

বিচারপ্রার্থীদের আকাঙ্ক্ষা পূরণে আমরা সততার মাধ্যমে কাজ করে যাবো -------চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক

নতুন পরিস্থিতিতে আন্তরিকতার সাথে কাজ করে যাবো-----পুলিশ সুপার

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
বিচারপ্রার্থীদের আকাঙ্ক্ষা পূরণে আমরা সততার মাধ্যমে কাজ করে যাবো -------চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক

চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরবাসীর প্রতি যে আমাদের দায়বদ্ধতা তা পালনে আমাদের চেষ্টা থাকবে। সততা ও পেশাদারিত্ব দিয়ে চাঁদপুরের জনগণকে যেন সেবা দিতে পারি সে লক্ষ্যেই আমরা কাজ করবো। বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে আমরা সততার মাধ্যমে কাজ করে যাবো।

সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন, আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের কাজগুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। আমাদের বিচারকদের কোর্ট নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার ব্যবস্থা নিবেন। সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে আমরা চাঁদপুরে আলামতগুলো নিষ্পত্তি করছি।

সভায় চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব তাঁর বক্তব্য বলেন, এই প্রথম আমি সভাতে যোগদান করলাম। পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রসিকিউটর সকলেই অনেক আন্তরিক। এই আন্তরিকতার কারণে সাজার হারও বেড়েছে। আমাদের চেষ্টা থাকবে আদালতে পুলিশের সাক্ষী বেশি করে উপস্থাপন করা। নতুন পরিস্থিতিতে ন্যায় বিচারের ক্ষেত্রে সকলে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাবো।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দের উপস্থাপনায় কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন, পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, মোঃ নাজমুল হাসান চৌধুরী, ফারজানা তাবাসসুম মেরি, মিথিলা রাণী দাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, মোঃ আরিফুর রহমান, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.এন.এম. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল্লাহ পিপিএম প্রমুখ।

কনফারেন্সে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ও বিভিন্ন উপজেলার বিভিন্ন থানার সাব-ইন্সপেক্টরসহ আইনজীবী ও বিচারকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়