প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মোঃ ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ চাঁদপুর জানাচ্ছি যে, জনাব আব্দুর রহিম বেপারী, মালি, চাঁদপুর জেলা পরিষদ। তার আবেদনের প্রেক্ষিতে চার অর্থ বৎসরে চারটি প্রকল্প তার বাড়িতে বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্প সমূহ হলো : একটি টিউবওয়েল, একটি টয়লেট, দুইটি গাইড ওয়াল। মোট বরাদ্দ ৬.৮০ লক্ষ টাকা। আব্দুর রহিম বেপারী মাস্টার রোল ভিত্তিক গরীব কর্মচারী। তার দিক বিবেচনা করে জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রকল্প সমূহ অনুমোদন করে। কাজ সমূহ প্রাক্কলন অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে। সহকারী প্রকৌশলী কৃত কাজ অনুযায়ী বিল প্রদানের সুপারিশ করেছে। অনিয়ম ও টাকা আত্মসাতের সাথে সহকারী প্রকৌশলী জড়িত নয় এবং হয় নি। যেভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছে, জেলা পরিষদের মালির আলিশান বাড়ি, তা সঠিক নয়। প্রকৃত তথ্য হলো, তিন রুম বিশিষ্ট ৬০০ বর্গ ফুটের বাড়ি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আব্দুর রহিম বেপারীর ভাতিজা জনাব মিলন হোসেন, যে বর্তমানে কিশোরগঞ্জ জেলা পরিষদে অফিস সহকারী হিসেবে কর্মরত, সে চাঁদাবাজি এবং হিংসা বশত এই ধরনের অভিযোগের সাথে জড়িত। এমতাবস্থায় আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। জিডি-৪৮৫/২৪