প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জেলা জাসাসের মতবিনিময় সভা
শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক (জীবন)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাসাস একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। চাঁদপুর জেলার প্রত্যেকটি উপজেলায় জাসাসের কমিটি যত দ্রুত সম্ভব করা হবে। নামে সংগঠনে থাকা যাবে না, কাজ করতে হবে। সকলের মতামতের ভিত্তিতে কমিটি করা হবে। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। আপনারা আপনাদের পরামর্শ দিবেন। যাতে আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তিনি বলেন, জেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারি শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শোয়েব মোহাম্মদ কলিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান, ডাক্তার হারুনুর রশীদ, পিএম বিল্লাল, জাকির বন্দুকসি, মাহফুজুর রহমান ইউনুছ, সুলতানা আক্তার সেতু, সদস্য আরিফুর রহমানসহ আরো অনেকে।