মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিলের নির্দেশ

অনলাইন ডেস্ক
দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিলের নির্দেশ

দেশের সব ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি’ বাতিল করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সেখানে ৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্যসচিব করে এ অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এতে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা মনোনীত নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষককে (একজন পুরুষ ও একজন নারী, ইউএনও কর্তৃক মনোনীত) সদস্য করে কমিটি গঠন করতে হবে।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে এ অ্যাডহক কমিটি বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়