প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতার জানাজা ও দাফন সম্পন্ন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক গত বুধবার রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় মাওলানা আবদুর রাজ্জাক স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে যান। তার নামাজে জানাজা বুধবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি মাহবুব ইমরান মাসুম, সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন, সাবেক শহর সভাপতি মনির হোসাইন খান, তানজিল পাটোয়ারী প্রমুখ।
জানাজায় উপস্থিত হয়ে নেতৃবৃন্দ মরহুমের জন্যে কায়মনোবাক্যে মহান আল্লাহতায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলার সিনিয়র সহ-সভাপতি বলেন, মরহুম মাওলানা আবদুর রাজ্জাক একজন তুখোড় ও অনেক ত্যাগী ছাত্রনেতা ছিলেন। তার ইন্তেকালে জাতি একজন দীনের ত্যাগী নেতা হারালো।