শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ বাজার থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ বাজার থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাজীগঞ্জ বাজারে জালের পাইকারি বাজার হলো কাপড়িয়া পট্টিসহ তৎসংলগ্ন বিভিন্ন দোকান। এ সকল দোকানের আবার ভিন্নস্থানে রয়েছে একাধিক গুদাম। যাতে ঠাঁসা থাকে নিষিদ্ধ কারেন্ট জাল। এ রকম দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। কাপড়িয়া পট্টির লোকনাথ সুতাঘর ও প্রদীপ স্টোরসহ ৬টি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, বহু দিন খবর ছিলো হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির একাধিক দোকানে বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল পাইকারি ও খুচরা বিক্রি হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মিলে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান চলাকালে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী নওরীন দীনা মোস্তারীনসহ কয়েকজন মৎস্য চাষী এবং হাজীগঞ্জ থানার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলাতানা রাজিয়া জানান, কারেন্ট জাল সরকারি বিধি মোতাবেক অবৈধ। মাছের পোনা নিধনে এটি ব্যবহার হয়। হাজীগঞ্জ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এমন হীন কাজ করে আসছেন। কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরে এমন ঘটনা ঘটলে শাস্তির আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিনের জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়