প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বাধীন দেশে সন্ত্রাস-লুটেরা-চাঁদাবাজের ঠাঁই নেই
----ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ বলেছেন, স্বাধীন দেশে সন্ত্রাস লুটেরা ও চাঁদাবাজের ঠাঁই নেই। ৫ আগস্টের পরে একশ্রেণির চাঁদাবাজ, লুটেরা ও সন্ত্রাসীরা নতুনভাবে মাথা গজিয়েছে। এখনি এদের রুখতে না পারলে হাজারো লাশের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যাবে।
গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মাওলানা হেলাল আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৩নং হানারচর ইউনিয়নের সচিব মোঃ ফজলুর হক গাজীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি উপর্যুক্ত কথা বলেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, ইউনিয়ন সভাপতি হাফেজ মনির হোসাইন, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ মাঈনদ্দিন দেওয়ান, মুহাম্মদ আবু সাঈদ বেপারী, তানজিল আহমাদ পাটওয়ারীসহ স্থানীয় ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে মাওলানা হেলাল আহমাদ আরও বলেন, আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো চাঁদাবাজ লুটেরাদের কাছে মাথানত করবেন না। ইউনিয়ন পরিষদে আসা গরিবের মালামাল যথাযথভাবে বণ্টন করতে হবে। গরিবের মালে কেউ ভাগ বসাতে আসলে আমাদের খবর দেবেন। গরিবের মাল আত্মসাৎকারীদের ছাড় দেওয়া হবে না।