প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
১৭ বছর নারীরা ঘরের ভেতরও কথা বলতে পারেনি
----মজিবুর রহমান দুলাল
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরাফাত পার্টি সেন্টারের তৃতীয় তলায় উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা স্মৃতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমেনা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে আমরা কেউই কথা বলতে পারিনি। পুরুষরা তো বটেই, নারীরা ঘরের ভেতরেও কথা বলতে পারে নি। আজ কথা বলার সুযোগ পেয়ে নারীরা যেভাবে উপস্থিত হয়েছে, তা আমাদের আশ্বান্বিত করেছে। আগামী নির্বাচনে নারীরাই বিএনপিকে এগিয়ে নিবে।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, মহিলা নেত্রী হিরা বেগম প্রমুখ।