শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

১৭ বছর নারীরা ঘরের ভেতরও কথা বলতে পারেনি

----মজিবুর রহমান দুলাল

ফরিদগঞ্জ ব্যুরো ॥
১৭ বছর নারীরা ঘরের ভেতরও কথা বলতে পারেনি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরাফাত পার্টি সেন্টারের তৃতীয় তলায় উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা স্মৃতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমেনা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আমরা কেউই কথা বলতে পারিনি। পুরুষরা তো বটেই, নারীরা ঘরের ভেতরেও কথা বলতে পারে নি। আজ কথা বলার সুযোগ পেয়ে নারীরা যেভাবে উপস্থিত হয়েছে, তা আমাদের আশ্বান্বিত করেছে। আগামী নির্বাচনে নারীরাই বিএনপিকে এগিয়ে নিবে।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, মহিলা নেত্রী হিরা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়