প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার খাদ্যসামগ্রী বিতরণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে পৌর ১১নং ওয়ার্ডের গুণরাজদী নিচু এলাকার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে স্মরণকালের ভয়াবহ বন্যার নিউজ জাতীয় মিডিয়াসহ সব জায়গায় প্রকাশ পেলেও এই বন্যার প্রভাবে চাঁদপুরের বিভিন্ন অঞ্চলও যে প্লাবিত হয়েছে, সেটি প্রকাশ পায়নি । অথচ অসংখ্য পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরবাড়িসহ তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রীর অনেক ক্ষতি হয়েছে। যা অনেক স্বেচ্ছাসেবী কিংবা রাজনৈতিক সংগঠনের দেখার সুযোগ হয়নি। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে এই অঞ্চলের অসহায় পরিবারের খোঁজখবর নিয়ে তাদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সেক্রেটারী মোঃ শরীফ মৃধার নেতৃত্বে ত্রাণ বিতরণ কাজে অংশগ্রহণ করেন মোঃ মনির হোসেন, সোহেল মজুমদার ও আল আমিন। হেলাল আহমেদের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।