প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রেনেটার ফ্রি চিকিৎসা ক্যাম্প
শাহরাস্তিতে রেনেটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোববার সকাল থেকে উপজেলার আয়নাতলীতে দিনব্যাপী শত শত রোগীর মাঝে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মিছির, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এসএম ফিরোজ, বিএনপি নেতা মিজানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান সম্রাট, উপজেলা ছাত্রদল নেতা মোবারক হোসেন সোহেলসহ নেতৃবৃন্দ।