শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে আলোকিত মতলবের ফ্রি মেডিকেল ক্যাম্প

মাহবুব আলম লাভলু ॥
ফরিদগঞ্জে আলোকিত মতলবের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘মানুষ থাকবে ঘরে, আমরা যাবো তার তরে’--এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মতলবের উদ্যোগে ফরিদগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নয়াহাট খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসায় আয়োজিত এই ক্যাম্পে বন্যা দুর্গত প্রায় দুশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

চিকিৎসা সেবায় ২ জন বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকে।

ক্যাম্পে আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ডাঃ মকবুল হোসেন মুকুল, ডাঃ সোহেল রানা, সহ-সভাপতি হাফেজ লুৎফর রহমান, সহ-সভাপতি ইসমাম আহমেদ সজিব, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুদাচ্ছির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ জান্নাতুল ফেরদৌসি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মুক্তি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন রিপন, প্রচার সম্পাদক জুয়েল রানা, সদস্য সুমাইয়া, ফাতেমা, স্থানীয়দের মধ্যে শাহাদাত খান, আরাফাত রাজাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাম্পে পরিচালনায় মতলবের অনেক জনগণ ও পূর্ব কলস ভাঙ্গা যুব সংগঠনের সদস্যরা আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়