শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আঃ মান্নান পাটোয়ারী এন্ড সন্স ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা অব্যাহত

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
আঃ মান্নান পাটোয়ারী এন্ড সন্স ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা অব্যাহত

শাহরাস্তি উপজেলার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আঃ মান্নান পাটোয়ারী এন্ড সন্স ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলার সূচিপাড়া উত্তর ও দক্ষিণ, চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের প্রধান বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আমি সবসময়ই জনগণের পাশে থাকার চেষ্টা করি। বিগত করোনা মহামারীর সময় আমি জনগণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বর্তমান সময়ে বন্যা পরিস্থিতি বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান পাটোয়ারী বলেন, মানুষের সেবায় উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রাখতে পরিবারের সদস্যদের অনুরোধে ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আগামী দিনগুলোতে ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, সূচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জালাল আহমেদ খোকন, আলী আকবর বেপারীসহ ফাউন্ডেশনের সদস্যরা।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আঃ মান্নান পাটোয়ারী শাহরাস্তি উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবৎ অবদান রেখে চলেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়