শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বন্যার্তদের মাঝে মাকসুদ আলী মনোয়ারা বেগম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মোহাম্মদ মহিউদ্দিন ॥
বন্যার্তদের মাঝে মাকসুদ আলী মনোয়ারা বেগম ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে কচুয়ার মাকসুদ আলী মনোয়ারা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শাহরাস্তি, কুমিল্লা, মনোহরগঞ্জ, সুরসই গ্রামসহ আশপাশের প্রায় ২২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। ত্রাণের মধ্যে ছিল, চাল, ডাল, বিস্কুট, মুড়ি, খাওয়ার স্যালাইন, পানি,জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় ওষুধ। এছাড়া গত মঙ্গলবার কুমিল্লার বুড়িচং এলাকায় মেডিকেল ক্যাম্প করে প্রায় ১০০০ বন্যার্তের স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদ আলী মনোয়ারা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মাকসুদ আলী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, দেশের প্রতিটি দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে আসছি। আমাদের পক্ষ থেকে এই ত্রাণ কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়