সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে  খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের উপহার বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত শাহরাস্তি উপজেলার বেরনাইয়া এলাকার বিভিন্ন গ্রামে খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে শতাধিক পরিবারের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন, খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সেক্রেটারী মাওঃ কবির আহমদ, শহর সভাপতি সুলতান আহমেদ, শহর সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলাম, ছাত্র মজলিস চাঁদপুর জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাবেক জেলা সভাপতি হারুনুর রশীদ, শহর সভাপতি আব্দুল্লাহ সিয়াম, ইয়াকুবসহ শাহরাস্তি উপজেলার দায়িত্বশীলবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রয়োজনে খেলাফত মজলিস ও ছাত্র মজলিস জাতীয় দায়িত্ব পালন করবে। ভবিষ্যতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়