রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গল্লাক কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

এমরান হোসেন লিটন ॥
গল্লাক কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অত্র কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা। ১ সেপ্টেম্বর রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষুব্ধরা 'এক দফা এক দাবি, দুর্নীতিবাজ অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগ' বলে স্লোগান দিতে থাকে। পরে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় তুলে ধরেন বক্তারা। তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে কলেজের অধ্যক্ষ হরিপদ দাস নিজেকে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচয় দিতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি থানা থেকে পুলিশ এনে শিক্ষার্থীদের হয়রানি করতেন। এ সময় উক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, ড. আসাদুজ্জামান, মাওলানা হেলাল আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, অভিভাবক মোবারক হোসেন কালু, শিক্ষার্থী মোঃ রাসেল হোসেন, ইসরাত জাহান, মোঃ নাহিদসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট থেকে গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস কলেজে অনুপস্থিত ও আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়