প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
মৎস্যজীবী লীগ নেতা শাহআলম মল্লিক পুনরায় হাসপাতালে ভর্তি ॥ দোয়া কামনা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ কান্ট্রি ফিশিং বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ সারাবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি শাহআলম মল্লিক পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, গত ১৮ জুন তিনি লঞ্চঘাট থেকে কোর্ট স্টেশন আসার পথে অটোরিকশা-সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হন। তার মাথার বিভিন্ন স্থান ফেটে যায়, বাম হাত ভেঙ্গে যায় এবং বাম পায়ের মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আশঙ্কামুক্ত হওয়ায় বাসায় থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়। এখন তার বাম পায়ে সমস্যা দেখা দিলে গতকাল ২৫ জুলাই হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে পুনরায় তাকে ভর্তি দেয়া হয়। তার সুস্থতার জন্যে তার পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছে।