প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
মতলব উত্তরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ উপলক্ষে ১৫ জুলাই বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান।
ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সবির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, অভিভাবক সদস্য আব্দুস সাত্তার গাজী, কবির হোসেন, কাউসার মিয়া, সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, কামনা হোসেন, অভিভাবক ইমতিয়াজ আহমেদ প্রমুখ।