প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে গাছের চারা ও সার বিতরণ
ফরিদগঞ্জ পৌর এলাকার আশ্রয়ণ প্রকল্পের লোকজনের মাঝে গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম। উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ফলদ গাছ ও এর পরিচর্যা করার জন্যে জৈব সার বিতরণ করা হয়।