প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০
সুনামের সাথে চলে আসছে পশ্চিম সকদী বোরহানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী বোরহানুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকার বিভিন্নজনের সাহায্য-সহযোগিতায় সুনামের সাথে চলে আসছে। মাদ্রাসায় ৩০ জন এতিম ছাত্র রয়েছে। ৪ জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসার ভবনসহ নানা সমস্যার মাঝে মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। মাদ্রাসা ভবনের আস্তর খসে পড়ছে। ভবন জরাজীর্ণ হয়ে রয়েছে। প্রতিবছর মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল করা হয়। একটি চক্র মাদ্রাসার সুনাম নষ্ট করার জন্যে উঠেপড়ে লেগেছে। বিভিন্নভাবে মাদ্রাসার সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে। মাদ্রাসার উন্নয়ন কাজের জন্যে অনেক অর্থের প্রয়োজন। সমাজের দানশীল ব্যক্তিদের একটু সহায়তায় মাদ্রাসার উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব।
এ ব্যাপারে মোঃ কাশিম পাটোয়ারী, হজু পাটোয়ারী, মোঃ স্বপন খান, আনোয়ার হোসেন হাওলাদার, মোঃ আরিফ হাওলাদার, মোঃ শরীফ হাওলাদার, মোঃ শাকিল খান, মাসুদ কাজী, শাহআলম মিজি, পিটু হাওলাদার ও নাছির মোস্তান বলেন, আমরা এলাকাবাসী সবাই সাহায্য-সহযোগিতা করে এতিমখানাটি চালিয়ে আসছি। এতিমখানার ভবনসহ নানা সমস্যা রয়েছে। সমস্যা সমাধান করা জরুরি। মাদ্রাসাটি সুনাম নিয়ে চলে আসছে। এ মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের দানশীল ব্যক্তিদেরকে এতিমখানার ছাত্রদের সহায়তার জন্যে পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। পাশাপাশি সরকারি সহায়তার জন্যে মাননীয় সমাজকল্যাণমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে ইউপি সদস্য মুনসুর খান বলেন, মাদ্রাসার সুনাম রক্ষা করার পাশাপাশি এতিম ছাত্রদের কোরআনের আলোতে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে বিভিন্নজনের নিকট থেকে সহায়তা নিয়ে এতিমখানা চালিয়ে আসছি। এতিমখানার উন্নয়ন কাজ অনেক বাকি আছে। এসব কাজের জন্যে অনেক টাকার প্রয়োজন। সমাজের দানশীল ব্যক্তিদের এতিম শিশুদের পাশে এসে দাঁড়ানোর জন্যে অনুরোধ করছি।