প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০০:০০
চাবিপ্রবি শিক্ষার্থীদের কোটাবিরোধী মানববন্ধন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার মানববন্ধন না করার জন্যে শিক্ষার্থীদের অনুরোধ করেছেন।
রোববার (১৪ জুলাই) বিকেলে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করতে গেলে বাধা দেয়ার ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমনিতে প্রতিষ্ঠান নিয়ে অনেক ঝামেলায় আছি। তার ওপর তোমরা আন্দোলন করতে এসেছো। আন্দোলন করলে এখানে কেনো? তোমরা ঢাকায় গিয়ে আন্দোলন করো’।
পরে বাধা ও উপাচার্যের নিষেধ উপেক্ষা করে ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ সময় তারা কোটা সংস্কারসহ আন্দোলনকারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কোটা বৈষম্য নিরসনের একদফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই।