প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০
মতলবে হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই রোববার দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফি, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব মিয়াজী, জেলা জাতীয় পার্টির সদস্য গোলাপ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।