প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০
নূতন কমিটির পরিচিতি সভা
মতলবে সেবামূলক সংগঠন ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের নূতন কমিটির সদস্যদের সাথে পরিচিতি সভা গত শুক্রবার বিকেলে স্থানীয় জেলা পরিষদের মতলব ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ জাকির হোসেন প্রমুখ। সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।