প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০
আজম খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত
চাঁদপুরের কৃতী সন্তান আজম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ১৫ জুন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে ১ জন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে ৫ জনকে মনোনীত করা হয়েছে। তারা হচ্ছেন : মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল; জাহান পান্না (রাজশাহী)-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি; নাজমুন নাহার বেবী (চাঁদপুর)-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি; মোঃ মাইনুল ইসলাম (টাঙ্গাইল)-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি; আজম খান (দক্ষিণ আফ্রিকা)-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি; বেলায়েত হোসেন মৃধা (নরসিংদী)-সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তাদেরকে সদস্য নির্বাচিত করা হয়। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, আজম খান চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কৃতী সন্তান। তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় মৈশাদী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে আনন্দের বন্যা বইছে।