শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০

দক্ষিণ নানুপুর গ্রামে সরকারি জায়গায় দোকান নির্মাণ

সোহাঈদ খান জিয়া ॥
দক্ষিণ নানুপুর গ্রামে সরকারি জায়গায় দোকান নির্মাণ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামে সরকারি জায়গায় দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওই গ্রামের জব্বার গাজী বাড়ির সামনে এই দোকান নির্মাণ করে আসছেন মোঃ খোকন খানের ছেলে মোঃ মাসুদ খান।

এ ব্যাপারে স্থানীয় লোকজন নিষেধ করলেও মাসুদ খান প্রভাব বিস্তার করে দোকান নির্মাণ কাজ করে যাচ্ছেন। একটি কুচক্রী মহলের ইন্ধনে তিনি কাজটি করছেন বলে জানা যায়। এ নিয়ে মুনসুর গাজীর ছেলে আঃ মান্নান গাজী নির্বাহী প্রকৌশলী সওজ, সড়ক বিভাগ চাঁদপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাঁদপুর, সহকারী কমিশনার ভূমি চাঁদপুর সদর ও চেয়ারম্যান বাগাদী ইউনিয়ন চাঁদপুর সদর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিল্ডিংয়ের সামনে সরকারি পাকা সড়কের কোল ঘেঁষে পাকা দোকান নির্মাণ কাজ করা হচ্ছে। এলাকার লোকজন বলেন, দোকান নির্মাণ না করার জন্যে আমরা নিষেধ করলেও তারা আমাদের নিষেধ অমান্য করে দোকান নির্মাণ কাজ করে আসছেন। মুনসুর গাজী দোকান নির্মাণ কাজ বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে মুনসুর গাজী বলেন, আমি তাদেরকে নিষেধ করেছি এভাবে রাস্তা দখল করে দোকান নির্মাণ না করার জন্যে। তারা প্রভাব বিস্তার করে জোরপূর্বক দোকান নির্মাণ কাজ করে যাচ্ছে। দোকান নির্মাণ কাজ বন্ধের জন্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়