প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০
মাশরুম চাষের প্রশিক্ষণ ও দল গঠন
চাঁদপুর জেলায় এই প্রথম মাশরুম চাষের জন্যে ৩০ সদস্যের দল গঠন করে গত ৩০ মে বৃহস্পতিবার দলভুক্ত চাষীদের রিফ্রেশার প্রশিক্ষণ দিয়েছে চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ধনপর্দ্দী এলাকায় উদ্যোক্তা শাহিনা বেগমের নেতৃত্বে ৩০ সদস্যের ১টি দল গঠন করেছি। তারা মাশরুম উৎপাদন ও বাজারজাত করবেন। আমরা উদ্যোক্তাকে পূর্বে ঢাকায় নিয়ে ও চাঁদপুরে প্রশিক্ষণ দিয়েছি। সরকারিভাবে তাদেরকে ঘর ও অন্যান্য উপকরণ দেয়া হবে।
মাশরুম চাষের উদ্যোক্তা শাহিনা বলেন, চাঁদপুরে আমিই প্রথম মাশরুম চাষ করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছি। সরকার আমাকে মাশরুম চাষের জন্যে প্রশিক্ষণ দিয়েছে। আমার বাড়িতে ছোট পরিসরে মাশরুমের চাষাবাদ শুরু করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় জানান, সদর উপজেলায় মাশরুমের চাষাবাদের আগ্রহে কৃষকদের প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। শাহিনার মাশরুম চাষে সফলতা দেখে আরো অনেকেই মাশরুম চাষে এগিয়ে আসবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো।