প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের ॥ পলাতক দু সহোদর
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার স্বর্ণ মার্কেটের স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আহত স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ বিতানের মালিক জামিল আহমেদ (৩৮) (পিতা তৈয়ব আলী) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামি দুই সহোদর বিল্লাল শেখ ও শান্ত শেখ বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বর্ণ বিতান ও বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্স পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু স্বর্ণ বিতান নামক প্রতিষ্ঠানটি শহরের পুরানো ও ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ তারা তাদের ব্যবসায়িক সুনাম অক্ষুণ্ণ রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে ক্রেতাদের বিশ্বস্ততার কারণ বজায় রেখে ব্যবসা পরিচালনা করায় পার্শ¦বর্তী বিসমিল্লাহ গিনি জুয়েলার্সের মালিক বিল্লাল শেখ (৩৩) (পিতা ইবু শেখ) পূর্ব থেকেই শত্রুতা করে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে প্রায় সময়ই কারণে-অকারণে গালমন্দ এবং হুমকি-ধমকি দিয়ে আসছে।
এমন অবস্থায় ঠুনকো অজুহাতে কাস্টমার বা ক্রেতাকে কেন্দ্র করে গত ২৪ এপ্রিল দুপুরে স্বর্ণ বিতাণের কর্মচারী মনির মিজিকে গালমন্দ করে এবং তাকে মারধর করার জন্যে এগিয়ে আসে। এই ঘটনা দেখে স্বর্ণ বিতানের মালিক জামিল আহমদ এগিয়ে গেলে বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্সের মালিক বিল্লাল শেখ ও তার ভাই শান্ত শেখসহ আরো ৩/৪ তাদের দোকান থেকে লোহার রড, লাঠি-সোটা নিয়ে এসে জামিল আহমেদ ও দোকানে কর্মচারীদের ওপর হামলা করে। উক্ত হামলায় জামিল আহমেদ, তার ভাই জাফর আহমেদ ও ২ কর্মচারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়। এই অবস্থা দেখে পথচারী ও পার্শ¦বর্তী ব্যবসায়ীরা গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিল্লাল শেখ ও শান্ত শেখকে নামীয় আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-৮৬, তাং ২৪/০৪/২০২৪ খ্রিঃ।
এদিকে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে বিল্লাল শেখ ও শান্ত শেখ আহতের নামে চিকিৎসা নিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে গত ২৪ এপ্রিল ভর্তি হন। এরপর তারা হাসপাতালের খাতায় ভর্তি দেখিয়ে চলে যান। পরদিন ২৫ এপ্রিল সকালে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডের কর্মরত নার্স তাদের দুসহোদরকে না পেয়ে হাসপাতালের খাতায় পলাতক লিখে রাখেন। কিন্তু এদিকে ২৫ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের পর আসামির গ্রেফতারে পুলিশি অভিযানে খবর শুনে চতুর এই দুসহোদর হাসপাতালে কর্মরত নার্সকে ম্যানেজ করে হাসপাতালের খাতায় রেফার দেখিয়ে পালিয়ে যান।
উল্লেখ্য, বিসমিল্লাহ গিনি গোল্ড জুয়েলার্সের মালিক বিল্লাল শেখ ও শান্ত শেখের নানা অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা। এই দুসহোদরের বিচারের দাবিতে বাজুস চাঁদপুর জেলা শাখা মানববন্ধন পালন করে। শীঘ্রই সাংগঠনিকভাবে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গেছে।