শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে মোঃ রাকিব মাঝির গণসংযোগ

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নে মোঃ রাকিব মাঝির গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মেধাবী ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি বিরামহীন নির্বাচনী গণসংযোগ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২৩ মার্চ শনিবার বিকেলে তিনি সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।

মোঃ রাকিব মাঝির নির্বাচনী গণসংযোগে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শ্রদ্ধেয় মুরুব্বীগণ চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব মাঝিকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন।

এ সময় মোঃ রাকিব মাঝি বাজারের ব্যবসায়ী, পথচারী এবং এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে দোয়া এবং ভোট প্রার্থনা করেন।

মোঃ রাকিব মাঝি বলেন, আমি চাঁদপুর সদর উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সন্তান হিসেবে আজকে আমি আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। আপনাদের দোয়া সমর্থন এবং ভালোবাসা আমার একান্ত কাম্য।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল রেখে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় তরুণরাও ভূমিকা রাখছে।

রাকিব মাঝি বলেন, আমি তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে দেশ এবং মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি পরিবার থেকে পাওয়া মানবিক শিক্ষা এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে চাঁদপুরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে সদর উপজেলা পরিষদকে সকল মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

রাকিক মাঝি গণসংযোগের শুরুতেই স্থানীয় বাজারের মসজিদে নামাজ আদায় শেষে দোয়া ও মিলাদে অংশ নেন। এরপর মুসল্লিদের কাছে দোয়া চেয়ে তিনি গণসংযোগ শুরু করেন। তার এই নির্বাচনী গণসংযোগে আশিকাটি ইউনিয়নের গণ্যমান্য মুরুব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়