প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা জামে মসজিদ ও ব্যাংক কলোনী বায়তুল ফালাহ জামে মসজিদে এ মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন আইনজীবীসহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শোকরিয়া জানিয়ে এবং তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মরহুম মোস্তফা কামাল চৌধুরীর মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডঃ বদরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি এই সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।