প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা জিলান আহমেদের দাফন সম্পন্ন
চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়া নিবাসী, মরহুম অ্যাডঃ শামছুল হক সাহেবের চতুর্থ ছেলে, আমেরিকা প্রবাসী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য জিলান আহমেদের জানাজা গতকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার বাদ এশা চাঁদপুর বেগম জামে মসজিদ ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মুফতি মাহবুবুর রহমান।
এর পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই হাফেজ তোফায়েল আহমেদ। মরহুমের বন্ধু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পরিচালনায় এই সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিমউদদীন পাটওয়ারী, পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট হেলাল হোসেন, পৌর কাউন্সিলর শোয়েব ইউনুস, পৌর কাউন্সিলর সোহেল রানা, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শওকত আখন্দ আলমগীর, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি জয়নাল আবেদীন, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রহমান পাটওয়ারী মোস্তফাসহ সকল ধর্মপ্রাণ মুসলমান।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি আমেরিকার একটি হাসপাতালে লিভার জনিত কারণে মৃত্যুবরণ করেন। জানাজা শেষে রাতেই চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।