প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নারায়ণপুর পৌরসভায় জেলেদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ
মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভায় জেলে পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণপুর বাজারে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে জাটকা নিধন থেকে বিরত থাকতে পৌরসভার নিবন্ধিত ৫৩৪ জন জেলের মাঝে ৪০ কেজি হারে ২১ টন ৩৬০ কেজি চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। চাল বিতরণের উদ্বোধন করেন নারায়ণপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
উপস্থিত ছিলেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, পৌরসভার সহায়ক কমিটির সদস্য কামরুজ্জামান মুন্সী, মিজানুর রহমান মিয়াজী, জাহিদ খান বাবু, জমির হোসেন পাটোয়ারী, আলী আক্কাস তালুকদার, মোস্তফা মজুমদার, জাকির মজুমদারসহ সহায়ক কমিটির অন্য সদস্যরা।
উল্লেখ্য, নারায়ণপুর পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম জাটকা নিধন থেকে বিরত থাকতে নিবন্ধিত জেলেদেরকে ভিজিএফ-এর চাল বিতরণ করা হলো।