বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব মাঝির গণসংযোগ

অনলাইন ডেস্ক
সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব মাঝির গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ ছাত্রনেতা মোঃ রাকিব মাঝি নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসেবে গতকাল ৩১ জানুয়ারি বুধবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

মোঃ রাকিব মাঝি বাদ আসর রঘুনাথপুর বাজার মসজিদে নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সালাম বিনিময় শেষে মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে দোয়া চান। এরপর তিনি রঘুনাথপুর বাজার, ভাঙ্গাপোল বাজার ও ওয়াপদা এলাকায় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে দোয়া এবং ভোটপ্রার্থনা করেন।

মোঃ রাকিব মাঝি বলেন, সততা, ইচ্ছাশক্তি আর মন পবিত্র থাকলে দেশ এবং মানুষের সেবা করা যায়। আমি ছোটবেলা থেকেই মানুষের জন্যে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাওয়ার ইচ্ছা পোষণ করেছি।

রাকিব মাঝি বলেন, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মানুষের জন্যে কাজ করছেন। বাবার থেকে অনুপ্রেরণা নিয়ে আমিও মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, তরুণ বয়সেও দেশ ও মানুষের জন্যে কাজ করা সম্ভব। আমি চাঁদপুর সদর উপজেলাবাসীর একজন সেবক হিসেবে কাজ করতে চাই। কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সদর উপজেলাবাসীর সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী, প্রচার সম্পাদক আলমগীর গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন কাজীসহ এলাকার গণ্যমান্য মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়