বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময়

বাদল মজুমদার ॥
চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময়

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। ৩০ জানুয়ারি মঙ্গলবার পুরাণবাজারে চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। এ সময় তিনি বলেন, সকল ব্যবসায়ীর স্বার্থে কাজ করে বলেই চেম্বার দিন দিন শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো আমাদের জানাবেন। বিষয়টি যৌক্তিক হলে তা সমাধান করা হবে। সারাদেশে চাঁদপুর চেম্বারের সুনাম রয়েছে। চাঁদপুর চেম্বারের প্রতিনিধি হিসেবে আমি নিজে ৭ বার এফবিসিসিআই’র ডিরেক্টর হয়েছি।

বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল সাহা, মোঃ মাইনুল ইসলাম, নাজমুল আলম পাটওয়ারী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু ও সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ।

এ সময় চেম্বারের পরিচালক মোঃ হযরত আলী, রেজওয়ানুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ মোহাম্মদ বিপ্লব সরকার, হাজী কেএম মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাঈনু আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, পরিবেশ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হোসেন, কার্যকরী সদস্য নুরুজ্জামান কালুসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা যেহেতু ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি তাই ব্যবসায়ীদের স্বার্থ দেখা আমাদের কর্তব্য। তাই সবার সম্মিলিতভাবে ব্যবসায়িক স্বার্থে কাজ করা উচিত। সকল ব্যবসায়ীকে রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়