বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বামী ও দ্বিতীয় স্ত্রীর হামলায় প্রথম স্ত্রীসহ আহত ২

স্টাফ রিপোর্টার ॥
স্বামী ও দ্বিতীয় স্ত্রীর হামলায় প্রথম স্ত্রীসহ আহত ২

স্বামী ও দ্বিতীয় স্ত্রীর হামলায় প্রথম স্ত্রী ও ছেলেকে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে। অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ডাসাদী খান বাড়ির আমেনা বেগমের সাথে একই এলাকার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের ১৬ বছর পূর্বে বিবাহ হয়। তাদের ঘরে ৩টি ছেলে সন্তান রয়েছে। সাইফুল ইসলাম এসআই হওয়ার পর তার সাথে এক নারী কনস্টেবলের পরিচয় হয়। সে সূত্র ধরে সাইফুল ইসলাম ঐ নারী কনস্টেবলের বোন সাথী ইসলামকে বিবাহ করেন। সাইফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি করতে থাকে। এদিকে দ্বিতীয় বিয়ের বিষয় আমেনা বেগম টের পেয়ে পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করলে তা বিভাগীয় মামলা হয়। তিনি চাঁদপুরের আদালতেও মামলা দায়ের করেন।

গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সাইফুল ইসলাম বরিশালে মামলার সাক্ষী দিয়ে চাঁদপুর সদরের ঢালিরঘাটে তার দ্বিতীয় স্ত্রী সাথী ইসলামের কাছে আসেন। এ খবর শুনতে পেয়ে প্রথম স্ত্রী আমেনা বেগম ঢালিরঘাটে যান। তখন স্বামী সাইফুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী সাথী ইসলাম ক্ষিপ্ত হয়ে আমেনা বেগম ও তার ছেলে আশরাফুল ইসলাম আলিফ (১৩)কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে নীলা ফুলা জখম করে। হত্যার উদ্দেশ্য তারা আলিফের গলা চেপে ধরে। আরিফ ও তার মাকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর পর সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় গণ্যমান্যগণ তাদের মা ছেলেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। হামলার ঘটনায় আমেনা বেগম তার স্বামী সাইফুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী সাথী ইসলামের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আমেনা বেগম বলেন, আমার স্বামী সাইফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমাদের ভরণপোষণ দেয় না। কোনো খোঁজ খবর নেয় না। সে তার দ্বিতীয় স্ত্রী সাথী ইসলামকে ঢালিরঘাটে বাড়ি করে দেয়। সেখানে আসা-যাওয়া করে। আমি আমার ৩ সন্তানকে নিয়ে বাবার বাসায় থাকি। এ ব্যাপারে আমি প্রশাসনের সুবিচার দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়