প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
জনপ্রিয় শিক্ষক ফারুক মাস্টারের অপরাধ কী?
ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামে ওয়ারিশের সম্পত্তির মালিকানার ভাগবাঁটোয়ারা নির্ধারণ ছাড়াই জোরপূর্বক বসতঘর নির্মাণ নিয়ে পরস্পর বিরোধী দুই পক্ষের বিরোধ চলছিলো। এরই মধ্যে সংঘাত এড়াতে এক অভিযোগের প্রেক্ষিতে জোরর্পূবক দালানঘর নির্মাণ কাজ বন্ধ রাখতে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
ওয়ারিশের সম্পত্তির একাংশের মালিক ফারুক মাস্টার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে চাঁদা দাবি কিংবা নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দেয়ার হুমকি-ধমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। ফলে এলাকার জনপ্রিয় শিক্ষক ফারুক মাস্টার এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। এ নিয়ে স্থানীয়রা বলছেন, এলাকার জনপ্রিয় ফারুক মাস্টারের অপরাধ কী?
ভুক্তভোগীরা জানান, উপজেলার সন্তোষপুর গ্রামে ওয়ারিশ সূত্রে পাওনা সম্পত্তি নিয়ে আক্কাছের ছেলে নূর আলম ও নজির গংয়ের সাথে মুকবুল আহাম্মেদ গংয়ের বিরোধ চলে আসছে। এই বিরোধ মীমাংসার জন্য একাধিকবার সালিস হয়েছে। এক পর্যায়ে তা থানা ও আদালত পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি সুরাহা না হওয়ায় সংঘাত এড়ানোর স্বার্থে পুলিশ উক্ত কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেয়।
এদিকে ওই সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিকানা দাবিদারদের পক্ষের ফারুক মাস্টার প্রতিপক্ষ নূর আলম গংয়ের বেআইনী কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ফারুক মাস্টারের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়ার হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে প্রতিপক্ষ নূরুল হক ও নজির বলেন, দীর্ঘ বছর আমাদের পৈত্রিক জায়গায় ঘর নির্মাণ করছি। এমতাবস্থায় কয়জন ওয়ারিশ এই সম্পত্তি তাদের দাবি করে চাঁদা দাবি করে আসছে।