প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
৫৩ বছর পর....
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। ১৯৭১ সালে হাজীগঞ্জের অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধে অংশ নিতে স্বামী বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হায়দার নসু চৌধুরীসহ ট্রেনিং গ্রহণ করেন। তাঁর স্বামী প্রয়াত হয়েছেন বহু বছর আগে। যে ওস্তাদের কাছে ট্রেনিং নিয়েছেন গতকাল সেই ওস্তাদ সদ্য প্রয়াত অনারারী ক্যাপ্টেন জহিরুল হক পাঠানের কবরে পুষ্পস্তবক অর্পণের জন্যে অলিপুরে যান। ৫৩ বছর পর সেই ট্রেনিং মাঠ অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। ছবি ও প্রতিবেদন : কামরুজ্জামান টুটুল।