বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীর পরিচালনায় আয়োজিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম, শেখ আল মামুন প্রমুখ।

সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিবিধ আলোচনা ছাড়াও আগামী ৯ ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন রাত ১০টায় হাসান আলী মাঠ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বার্ষিক বনভোজনের বাস ছেড়ে যাবে। আবার ১২ ফেব্রুয়ারি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়া হবে। সদস্য রেজিস্ট্রেশন ফি ১৫০০ টাকা। এছাড়া ২০২৪ সাল থেকে বাৎসরিক কল্যাণ ফান্ডে সদস্যরা অনুদান হিসেবে এক হাজার টাকা এবং মাসিক ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করে চাঁদা দেয়ার জন্য সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ সংগ্রহে বিভিন্ন অনুষ্ঠানে পত্রিকার একাধিক ব্যক্তির কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখন থেকে পত্রিকার বাইরের ব্যক্তিকে প্রাধান্য দেয়া হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়